‘হাওয়াই মিঠাই’ ধারাবাহিকের শিল্পীরা
হাওয়াই মিঠাই
এনটিভিতে আজ রয়েছে ‘হাওয়াই মিঠাই’। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটকটি। রচনায় পান্থ শাহিরয়ার, পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয়ে এফ এস নাঈম, মামুনুর রশীদ, রোজী সিদ্দিকী, নাবিলা ইসলাম, নাদিয়া মীম, ফারুক আহমেদ, মারজুক রাসেল, সোহেল খান, শামীমা নাজনীন, এ্যালেন শুভ্র, মাসুম বাশার, আইনুন পুতুল প্রমুখ।
দ্য ডোনাল্ড ট্রাম্প ইফেক্ট
অবশেষে যুক্তরাষ্ট্রে শেষ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুগ। ক্ষমতা ছাড়লেও মার্কিন যুক্তরাষ্ট্রের নানা ক্ষেত্রে ট্রাম্পের প্রভাব থাকবে আরো কিছুদিন। এ নিয়ে তথ্যচিত্র ‘দ্য ডোনাল্ড ট্রাম্প ইফেক্ট—হাউ হি চেঞ্জড আমেরিকা’। দেখা যাবে দুপুর ১২টা ৩০ মিনিটে।
মন্তব্য