kalerkantho

শুক্রবার । ১৩ ফাল্গুন ১৪২৭। ২৬ ফেব্রুয়ারি ২০২১। ১৩ রজব ১৪৪২

তিন সপ্তাহে পাঁচ দেশে

রংবেরং ডেস্ক   

১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতিন সপ্তাহে পাঁচ দেশে

পশ্চিমা বিভিন্ন দেশে ফের কঠোর লকডাউন শুরুর পর অনেক তারকাই দৈনন্দিন কার্যক্রম সীমিত করে ফেলেছেন। ঘর থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছেন অনেকে। সেখানে পপ তারকা ম্যাডোনা তিন সপ্তাহে  গেছেন পাঁচ দেশে! কভিডের কারণে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেই তিনি আকাশপথে প্রায় ১১ হাজার ৭০৭ মাইল পরিভ্রমণ করেছেন। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মালাবির পর তিনি গিয়েছিলেন কেনিয়া। মাঝে ভ্রমণবিরতি নিয়েছিলেন মিসরে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দীর্ঘ এই সফরে ম্যাডোনার সঙ্গী ছিলেন দত্তক নেওয়া চার সন্তান, প্রেমিক আহলামালিক উইলিয়ামস ও ব্যক্তিগত আলোকচিত্রী।

এই সফরে বেশ কিছু সন্তান দত্তক নিয়েছেন, মালাবিতে তাঁর অর্থায়নে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, কেনিয়ায় স্থানীয় আদিবাসীদের সঙ্গে সময় কাটিয়েছেন। এ সময় বেশ কয়েকবার করোনা টেস্ট করিয়েছেন, প্রতিবারই নেগেটিভ হয়েছেন ম্যাডোনা।

সূত্র : ডেইলি মেইল

মন্তব্যসাতদিনের সেরা