kalerkantho

শনিবার । ১৪ ফাল্গুন ১৪২৭। ২৭ ফেব্রুয়ারি ২০২১। ১৪ রজব ১৪৪২

শিরোনামহীনের গানের মডেল

রংবেরং প্রতিবেদক   

১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশিরোনামহীনের গানের মডেল

শুটিংয়ের ফাঁকে বাপ্পা মজুমদারের সঙ্গে কাজী নওশাবা আহমেদ

জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর নতুন একটি গানের ভিডিওতে মডেল হয়েছেন আরেক জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’-এর জনপ্রিয় গায়ক-সুরকার বাপ্পা মজুমদার। ‘কাশফুলের শহর দেখা’ শিরোনামের গানটির ভিডিওতে বাপ্পার সঙ্গে দেখা যাবে মডেল-অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকেও। তিনি জানান, গত বছরের মার্চে শুরু হয় ভিডিও নির্মাণ, শুটিং শেষ হয় বৃহস্পতিবার। নওশাবা বলেন, ‘বরাবরই শিরোনামহীনের গানের ভক্ত আমি। প্রিয় ব্যান্ডদলের গানের অংশ হতে পেরে ভীষণ আনন্দিত। এখানে বাপ্পা মজুমদারকে নিজের চরিত্রেই দেখা যাবে। আর আমি থাকছি চিকিৎসকের চরিত্রে। আমাদের সঙ্গে আছে শিরোনামহীনের সদস্যরা, দলপ্রধান জিয়াউর রহমান জিয়ার মেয়ে সারিকা দেশ রহমানসহ মিরপুরের একটি স্কুলের শিশুরা।’

জিয়া বলেন, ‘গত বছরের মার্চে বাংলাদেশি-আমেরিকান ফিল্মমেকার নাইমুল বানিন গানটির ভিডিও নির্মাণ শুরু করেন। করোনা পরিস্থিতির জন্য শুটিং বন্ধ হয়ে যায়। বানিনও চলে যান আমেরিকায়। কিছুদিন আগে দেশে ফেরেন এবং বাকি কাজ শেষ করেন।’

ভিডিওতে দেখা যাবে, কিছু কাশফুল বোতলে ভরে রাখে এক কিশোর। দুর্ঘটনায় সেই বোতল চলে যায় এক শিক্ষকের কাছে, তারপর কিছু শিক্ষার্থী ও পরে এক চিকিৎসকের কাছে। হাত ঘুরে বোতলটি যায় বাপ্পা মজুমদারের কাছে। সেটি তিনি তুলে দেন ব্যান্ড শিরোনামহীনের কাছে। ঘটনাক্রমে বোতলটি ফিরে পায় সেই কিশোর। শিগগিরই শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটির ভিডিও।

‘কাশফুলের শহর দেখা’ গানটির কথা ও ভিডিও পরিকল্পনা জিয়া রহমানের। সুর করেছেন কাজী আহমাদ শাফিন।

মন্তব্যসাতদিনের সেরা