kalerkantho

শনিবার । ১৪ ফাল্গুন ১৪২৭। ২৭ ফেব্রুয়ারি ২০২১। ১৪ রজব ১৪৪২

আজ বসছে

ঢাকা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসর

রংবেরং প্রতিবেদক   

১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসর

আহমেদ মুজতবা জামাল

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এই স্লোগান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসর। মুজিববর্ষের উৎসব, তাই এবারের আসর উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গত বৃহস্পতিবার ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। তিনি জানান, ৯ দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশসহ ৭৩টি দেশের ২২৭টি চলচ্চিত্র দেখানো হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১০৭টি এবং স্বল্পদৈর্ঘ্য ১২০টি। বাংলাদেশের চলচ্চিত্র ৪১টি, যার ৩৩টি স্বল্পদৈর্ঘ্য এবং আটটি পূর্ণদৈর্ঘ্য।

১০টি বিভাগে দেখানো হবে ছবিগুলো। এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা, রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, উইমেন ফিল্মমেকারস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ও স্পিরিচুয়াল ফিল্মস—বরাবরই এই আট বিভাগে ছবি প্রদর্শিত হয়। এবার যুক্ত হলো নতুন দুটি বিভাগ—‘লিজেন্ডারি লিডারস হু চেঞ্জড দ্য ওয়ার্ল্ড’ ও ‘ট্রিবিউট’। ‘ট্রিবিউট’ বিভাগে প্রদর্শিত হবে সত্যজিৎ রায়ের সাতটি চলচ্চিত্র। অস্কারজয়ী ভারতীয় এই বাঙালি চলচ্চিত্রকারের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজন করা হবে সেমিনারও। ‘সত্যজিৎ রায় : জাতীয় ও বৈশ্বিক’ শিরোনামে মূল প্রবন্ধ পাঠ করবেন মফিদুল হক। অভিনেতা আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে আলোচনায় ভার্চুয়ালি অংশ নেবেন ‘অপুর সংসার’ অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৩টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র উইমেন ফিল্মমেকারস বিভাগের ‘স্প্রিং ব্লোজম’। ফরাসি ছবিটির পরিচালক সুজানে লিন্ডন।

উৎসবের চলচ্চিত্রগুলো দেখা যাবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, শিল্পকলার নন্দন থিয়েটার (মুক্তমঞ্চ), বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও সীমান্ত স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে।

আহমেদ মুজতবা জামাল জানান, এবারের উৎসবে মিলনায়তনের পাশাপাশি অনলাইনেও চলচ্চিত্র দেখার সুযোগ থাকছে। লাকভেলকি অনলাইন প্ল্যাটফর্মে উৎসব চলাকালে নির্বাচিত চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবে দর্শক।

মন্তব্যসাতদিনের সেরা