♦ পাঞ্জাব প্রদেশে চলমান কৃষক আন্দোলনের মধ্যেই ‘গুড লাক জেরি’র শুটিং করছেন জাহ্নবি কাপুর।
♦ কমেডি ছবি ‘থাই মাসাজ’-এ অভিনয় করবেন গজরাজ রাও, দিব্যেন্দু শর্মা।
♦ ‘মণিকর্ণিকা—দ্য কুইন অব ঝাঁসি’র ব্যাপক সাফল্যের পর এবার তৈরি হচ্ছে ছবিটির সিক্যুয়াল ‘মণিকর্ণিকা রিটার্নস’। প্রথমটির মতো এটিতেও প্রধান চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে।
♦ সদ্যোজাত কন্যার ছবি না তুলতে পাপারািসদের অনুরোধ জানিয়েছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি।
♦ গ্র্যামি অ্যাওয়ার্ডসের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসের তারিখ ১৪ মার্চ থেকে ৪ এপ্রিলে সরিয়ে নেওয়া হয়েছে।
মন্তব্য