১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়ে চলচ্চিত্র ‘দামাল’ নির্মাণ করছেন রায়হান রাফি। সিয়াম, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সুমিতসহ এক ঝাঁক তারকা অভিনয় করছেন ছবিটিতে। নভেম্বরে সৈয়দপুরের পার্বতীপুরে এই পিরিয়ড ফিল্মের কিছু অংশের শুটিং হয়। ফুটবল দলকে নিয়ে ছবি হলেও প্রথম লটে কোনো ফুটবল ম্যাচের দৃশ্য ধারণ হয়নি। ১২ ফেব্রুয়ারি ফের শুটিংয়ে নামবে ‘দামাল’ টিম। এর আগে ফুটবল খেলার তালিম নিচ্ছেন সিয়াম, শরিফুল রাজ ও সুমিতরা। বুধবার প্রশিক্ষণের বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অভিনেতা সুমিত।
অভিনেতা বলেন, ‘পেশাদার ফুটবল কোচের কাছে এরই মধ্যে তিন দিন প্রশিক্ষণ নিয়েছি আমরা। প্রয়োজনীয় কলাকৌশল শিখতে আরো সাত-আট দিন লাগবে। পরের ধাপে ফুটবল ম্যাচের দৃশ্য ধারণ করবেন পরিচালক। একেবারে ফুটবলের কিছু না জেনে তো আর ক্যামেরার সামনে দাঁড়ানো যাবে না।’
মন্তব্য