kalerkantho

রবিবার। ২২ ফাল্গুন ১৪২৭। ৭ মার্চ ২০২১। ২২ রজব ১৪৪২

সাইকেলে ১২ কিলোমিটার

রংবেরং ডেস্ক   

১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাইকেলে ১২ কিলোমিটার

রাকুলপ্রীত সিং

অভিনেত্রী রাকুলপ্রীত সিং ভীষণ ফিটনেসসচেতন। কিন্তু করোনা থেকে সেরে ওঠার পর প্রভাব পড়েছে তাঁর ফিটনেসে। নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় হাতে নেই। টানা তিন ছবির শুটিং। এর মধ্যে নিজেকে ফিট করার সহজ বুদ্ধি বের করলেন রাকুল। হায়দরাবাদের নিজের বাড়ি থেকে ১২ কিলোমিটার সাইকেল চালিয়ে শহরের ফিল্ম সিটিতে হাজির হয়েছেন অভিনেত্রী। এতে শরীরচর্চার সঙ্গে সময়ও বেঁচেছে। কারণ হায়দরাবাদের ভয়াবহ যানজটে সেটে পৌঁছতে হিমশিম খাচ্ছিলেন সবাই। সাইকেল চালানোর ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাকুল, যা মুহূর্তেই ভাইরাল। অনেকে তাঁর প্রশংসা করছেন। অনেকেই আবার দীর্ঘ রাস্তা সাইকেল চালানোয় বিস্ময় প্রকাশ করেছেন। জনপ্রিয় অভিনেত্রী সামান্থা। রাকুলের পোস্টে মন্তব্য করেছেন, ‘তুমি কি পাগল হয়ে গেলে?’।

রাকুল এখন ব্যস্ত ‘মে ডে’ ছবির শুটিং নিয়ে। ছবিতে রাকুল ছাড়াও আছেন অমিতাভ বচ্চন ও অজয় দেবগন।

সূত্র : ইন্ডিয়া টুডে

মন্তব্য