kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

মেয়ের ব্যাপারে কঠোর

রংবেরং ডেস্ক   

১০ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমেয়ের ব্যাপারে কঠোর

মেয়ের ব্যাপারে কঠোর

ব্যক্তিগত বিষয় সব সময়ই ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন এমা রবার্টস। ২৭ ডিসেম্বর প্রথমবার মা হয়েছেন। জন্ম দিয়েছেন কন্যাসন্তানের। তাঁর সন্তানের ছবি পেতে পাপারািসদের চেষ্টার কমতি নেই। তবে পাপারািস তো বটেই, আপাতত নিজের বন্ধু, আত্মীয়দের থেকেও মেয়েকে দূরে রাখতে চান এমা। মেয়ের ছবি ফাঁস হওয়া ছাড়াও আরেকটা বড় কারণ করোনার প্রকোপ। যুক্তরাষ্ট্রজুড়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভীষণ সতর্ক এমা। ‘আত্মীয়-স্বজনকে বাড়িতে আসতে নিরুৎসাহিত করছেন এমা। যারাই আসছে তাদের প্রথম কয়েক দিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এ জন্য আলাদা ঘরের ব্যবস্থাও করা হয়েছে’, সংবাদমাধ্যমকে জানিয়েছে এমার পারিবারিক সূত্র।

এর আগে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দীর্ঘদিন গোপন রাখেন এমা। পরে তাঁর মায়ের অসতর্কতায় সেটা ফাঁস হয়, যা নিয়ে মায়ের ওপর ভীষণ বিরক্ত হয়েছিলেন ‘আমেরিকান হরর স্টোরি’ অভিনেত্রী।

 

সূত্র : ফিমেল ফার্স্ট

মন্তব্য