‘আম্মা’ হাস্যরসাত্মক ধারাবাহিক নাটক
আম্মা
চ্যানেল আইয়ে রবি ও শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হয় হাস্যরসাত্মক ধারাবাহিক নাটক ‘আম্মা’। রচনা মাসুম শাহরিয়ার, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে সালাউদ্দিন লাভলু, তানিয়া আহমেদ, শিল্পী সরকার অপু, আনিসুর রহমান মিলন, ফারুক আহমেদ, শাহেদ আলী, মিশু সাব্বির, শহীদুল্লাহ সবুজ, নাজিয়া হক অর্ষা, আইরিন আফরোজ, সূচনা আজাদ প্রমুখ।
দ্য কপিল শর্মা শো
কিছুদিন আগেই বিয়ে করেছেন জনপ্রিয় বলিউড গায়িকা নেহা কক্বর ও পাঞ্জাবি গায়ক রোহানপ্রীত সিং। নেহা ও রোহানপ্রীত এসেছিলেন জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’তে। বিশেষ এ পর্বটি দেখা যাবে রাত ১০টায়।
মন্তব্য