kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

অভিযোগের তীর কঙ্গনার দিকে

রংবেরং ডেস্ক   

৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅভিযোগের তীর কঙ্গনার দিকে

স্বজনপ্রীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাই যুদ্ধ করে চলেছেন বলিউডের কঙ্গনা রানাওয়াত। সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর ‘কুইন’ অভিনেত্রীর কণ্ঠস্বর এখন বেশ চড়া। বলিউডের প্রভাবশালী তারকা ও তাঁদের পরিবারের বিরুদ্ধে একের পর এক অভিযোগের তীর ছুড়েছেন অভিনেত্রী। তাঁদের রাজনীতি ও স্বজনপ্রীতির বলি হয়েছেন সুশান্ত, বারবার সে কথাই বলেছেন কঙ্গনা। এবার পাল্টা তীর ধেয়ে গেল পদ্মশ্রী বিজয়ী অভিনেত্রীর দিকে। খবর মিলেছে, হোমি আদাজানিয়ার একটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কঙ্গনা, ছবিটিতে সুশান্ত সিং রাজপুত ও ইরফান খান ছিলেন বলে! ঘটনাটি ২০১৬ সালের। ঘটনার চার বছর পর টাইমস অব ইন্ডিয়া জানায়, কঙ্গনা তখন ব্যস্ত ছিলেন সাইফ আলী খান ও শহিদ কাপুরকে নিয়ে ‘রেঙ্গুন’ ছবির সেটে। ফলে তখন সুশান্ত আর ইরফান খানকে গুরুত্ব দিতে চাননি। অথচ সুশান্তর মৃত্যুর পর কঙ্গনাই বলেছিলেন, ‘এটা আত্মহত্যা নয়, হত্যা। বলিউডের অবহেলা ও স্বজনপ্রীতির বলি সুশান্ত।’ কঙ্গনা ছবিটি ফিরিয়ে দেওয়ার পর সেটি আর শুটিং ফ্লোরেই গড়ায়নি। পরিচালকের বক্তব্য নিয়ে খবরটি প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। আর এই খবরটি কঙ্গনাবিরোধীরা এখন ভালোই কাজে লাগাচ্ছেন। বলছেন, সুশান্তর অকালমৃত্যুর পেছনে তবে হাত রয়েছে কঙ্গনারও!

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্যসাতদিনের সেরা