ইফতেখার চৌধুরী ‘মুক্তি’ নামে নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন। ২০ ডিসেম্বর থেকে শুটিং শুরু নোয়াখালীতে। ছবিতে রাজ রিপাকে ‘মুক্তি’ চরিত্রে পাওয়া যাবে। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নির্মিতব্য এই ছবিতে রিপার বিপরীতে অভিনয় করবেন সাত নায়ক। এর মধ্যে আনিসুর রহমান মিলন, কায়েস আরজু, আমান, সাঈফ খান ও খিজির হায়াৎ খান চূড়ান্ত হয়েছেন। বাকি দুজনকে আজ চূড়ান্ত করা হবে বলে জানান ইফতেখার। বলেন, ‘গল্পের প্রয়োজনে সাতজন নায়ক। একজন মেয়ের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে তৈরি এই গল্পে বিভিন্ন সময়ে সাতজন পুরুষের আগমন ঘটে। তারা মেয়েটিকে সাহায্য করার চেষ্টা করে।’ রিপা বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবতী। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি, তার ওপর আবার সাতজন নায়ক থাকছেন আমার বিপরীতে। আমি নির্মাতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন একটি সুযোগ দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ।’ ৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় হোটেল স্কাইতে সাতজন নায়ককে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেবেন বলে জানান পরিচালক ইফতেখার।
মন্তব্য