kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

ঢালিউডে প্রথম প্লেব্যাক

রংবেরং প্রতিবেদক   

৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢালিউডে প্রথম প্লেব্যাক

বাঁ দিক থেকে ইফতেখার শুভ, নোবেল ও আহম্মেদ হুমায়ূন

ভারতের জি বাংলার সংগীতবিষয়ক রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে দুই বাংলায় পরিচিতি পেয়েছেন বাংলাদেশের মাঈনুল আহসান নোবেল। প্রতিযোগিতা চলার সময়ই সুযোগ পেলেন প্রথম প্লেব্যাকের। সৃজিত মুখার্জির থ্রিলার ‘ভিঞ্চিদা’র গান ‘তোমার মনের ভেতর’ গেয়েছিলেন অনুপম রায়ের কথা ও সুরে। এরপরই খবর বেরিয়েছিল, বাংলাদেশের ছবি ‘শান’-এ গাইবেন নোবেল। তবে শেষ পর্যন্ত হয়নি গানটি। এবার প্রথমবারের মতো ঢালিউডের ছবিতে গাইবেন ‘নোবেলম্যান’। ইফতেখার শুভর সরকারি অনুদানের ছবি ‘মুখোশ’-এ কণ্ঠ দেবেন তিনি। খবরটি দিলেন সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন। কিছুদিন আগে যাঁর সুরে নোবেল গেয়েছেন ‘অভিনয়’। হুমায়ূন বলেন, ‘এই ছবির টাইটেল গানে কণ্ঠ দেবেন নোবেল। এরই মধ্যে তাঁর সঙ্গে চুক্তি হয়েছে। কথা লিখেছেন আব্রাহাম তামিম, সুর ও সংগীত আমার। কিছুদিনের মধ্যেই রেকর্ডিং সেরে ফেলব।’

নোবেল বলেন, ‘গানটির কথা ও সুর শুনেছি। দারুণ কিছু হবে আশা করি। নিজের দেশের ছবিতে প্রথমবার গাইব, এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আমি।’

ইফতেখার শুভর অপ্রকাশিত উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘মুখোশ’। ছবিটিতে অভিনয় করবেন মোশাররফ করিম, পরীমণি, রোশান, ইরেশ যাকের প্রমুখ। ইফতেখার শুভ জানালেন, জানুয়ারির মাঝামাঝি সময়ে সাভার, সিলেট ও ঢাকায় ছবিটির শুটিং হবে।

মন্তব্যসাতদিনের সেরা