সাক্ষাৎকারে জেনেলিয়া ও রিতেশ
জনপ্রিয় বলিউড তারকা দম্পতি জেনেলিয়া ডি’সুজা ও রিতেশ দেশমুখ। সিনেমাবিষয়ক ইউটিউব চ্যানেল ‘ফিল্ম কম্পানিয়ন’-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তাঁরা বলেছেন অভিনয়, দাম্পত্য জীবন ও করোনায় আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা। হালে মারাঠি ছবি প্রযোজনা করছেন রিতেশ, জেনেলিয়া করছেন অভিনয়। সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন হিন্দির চেয়ে মারাঠি ছবিতে বেশি মনোযোগ দেওয়ার কারণও।
মন্তব্য