যোধা আকবর : অভিনয়ে হৃতিক রোশান, ঐশ্বরিয়া রাই। পরিচালনা আশুতোষ গোয়ারিকর। দুপুর ১২টা ৪৫ মিনিট, মুভিজ ওকে।
গল্পসূত্র : রাজনৈতিক স্বার্থে মোগল সম্রাট আকবরের সঙ্গে নিজের মেয়ে যোধার বিয়ে দেয় রাজা ভার্মাল। বিয়ের আগে আকবরকে দুটি শর্ত দেয় যোধা। মেনেও নেয় আকবর। কিন্তু বিয়ের পর দুজনের মধ্যে ব্যক্তিত্বের দ্বন্দ্ব, আকবরের দাইমার ষড়যন্ত্র তাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করে। একসময় দুজনের ভুল ভাঙে, ভেতরে ভেতরে একে অন্যের প্রেমে পড়ে তারা।
মন্তব্য