kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

তাঁদের অর্জন

পেটা—পারসন অব দ্য ইয়ার

৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপেটা—পারসন অব দ্য ইয়ার

ভারতে প্রাণী অধিকার নিয়ে কাজ করে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিম্যালস (পেটা)। প্রাণী অধিকার রক্ষায় নানা অবদানের জন্য প্রতি বছরই তারা একজনকে সম্মাননা জানায়। এবার তাদের ‘পারসন অব দ্য ইয়ার’ হয়েছেন জন আব্রাহাম। এর আগে পেটার এ স্বীকৃতি পেয়েছিলেন আনুশকা শর্মা, সোনম কাপুররা। গেল কয়েক বছরে প্রাণী কল্যাণে ব্যাপক অবদান রেখেছেন জন। সার্কাস থেকে প্রাণীদের মুক্তি দিতে পেটার প্রচারণায় অংশ নিয়েছেন, নিজে রাস্তার বেওয়ারিশ কুকুর দত্তক নিয়েছেন, মুম্বাইয়ের রাস্তার বানরের কল্যাণ তহবিলে অনুদান দিয়েছেন, গোয়ায় অবৈধভাবে শূকর হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। জনকে এ সম্মাননা দিয়ে ভীষণ ‘আনন্দিত’ বলে এক বিবৃতিতে জানায় সংগঠনটি।

সূত্র : এনডিটিভি

মন্তব্যসাতদিনের সেরা