কুরুলুস ওসমান
তের শতকের শেষ দিকে অটোমান সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে ওসমান গাজীর হাত ধরে। তাঁর জীবন নিয়ে নির্মিত তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ ‘কুরুলুস ওসমান’। এটি মূলত ওসমানের হাত ধরে জন্ম নেওয়া কিংবদন্তি এক সাম্রাজের উত্থানের গল্প। সিরিজটি পরিচালনা করেছেন মেতিন গনয়। প্রধান চরিত্র ওসমানের ভূমিকায় দেখা যাবে বুরাক ওজিভিটকে। বাংলায় ডাবিংকৃত সিরিজটি ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে বাংলালিংকের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টফি’তে।
মন্তব্য