‘ইচ্ছে দহন’-এর একটি দৃশ্য
ইচ্ছে দহন
এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘ইচ্ছে দহন’। রচনা আসাদুজ্জামান সোহাগ, পরিচালনা দীপু হাজরা। অভিনয়ে তারিক আনাম খান, সজল, সালহা খানম নাদিয়া, অঞ্জন আইচ প্রমুখ।
ইরান অ্যান্ড ইউএস
ইরানের ওপর নানা ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রায় চার দশক হয়ে গেল। ২০১৫ সালে সামান্য আশার আলো দেখা গেলেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কের আরো অবনতি হয়েছে। যার কড়া মূল্য দিতে হচ্ছে ইরানের জনগণকে। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে তথ্যচিত্রটি দেখা যাবে রাত ১১টা ৩০ মিনিটে।
মন্তব্য