kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

প্রেমের গুঞ্জন

রংবেরং ডেস্ক   

৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রেমের গুঞ্জন

জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ভেঙেছে বছর তিনেক হলো। এর পর থেকেই সেলেনা গোমেজ একা। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন প্রেমের ব্যাপারে তাড়াহুড়া করতে চান না, মনের মতো কাউকে খুঁজে পেতে অপেক্ষা করতে চান। সেলেনার অপেক্ষা এবার বুঝি ফুরাল। মার্কিন বাস্কেটবল খেলোয়াড় জিমি বাটলারের সঙ্গে গায়িকার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি নিউ ইয়র্কে মায়ামি হিটের খোলোয়াড় বাটলারের সঙ্গে ডিনারে দেখা গেছে সেলেনাকে। একবার নয়, গেল মাসে অন্তত চারবার তাঁদের একসঙ্গে দেখেছেন পাপারািসরা। যদিও একসঙ্গে তাঁদের ছবি বা ভিডিও পাওয়া যায়নি। এক মাস ধরে সেলেনাকে অনুসরণ করা এক আলোকচিত্রী বলেন, কয়েকবারই বেশ ঘনিষ্ঠভাবে দেখা গেছে তাঁদের। আচরণ দেখে মনে হয়েছে, তাঁরা ডেট করছেন।

সম্পর্কের গুঞ্জন নিয়ে সেলেনা বা বাটলারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গেল বছর আইরিশ গায়ক নিয়াল হরানের সঙ্গে সেলেনার প্রেমের গুঞ্জন শোনা গেলেও পরে সেটা ভুয়া বলে প্রমাণিত হয়। বিবারের আগে সেলেনার সম্পর্ক ছিল কানাডিয়ান গায়ক দ্য উইকেন্ডের সঙ্গে।

সূত্র :ডেইলি মেইল

মন্তব্যসাতদিনের সেরা