পেট্রোম্যাক্স : অভিনয়ে তামান্না ভাটিয়া, যোগী বাবু, প্রেম কুমার। পরিচালনা রোহিন ভেঙ্কোটেসান। রাত ১০টা ১৫ মিনিট, মুভিজ ওকে।
গল্পসূত্র : মা-বাবার মৃত্যুর পর পুরনো বাড়িটি বেচে দিতে চায় সারাভানান। কিন্তু বাড়িটি ভূতুড়ে বলে বদনাম থাকায় সারাভান চারজনকে ভাড়া করে, যারা বাড়িটিতে কিছুদিন থেকে সেটা নিরাপদ প্রমাণ করবে। কিন্তু সত্যি কি তারা পারে? জনপ্রিয় তামিল হরর কমেডি।
মন্তব্য