‘তোমারি প্রেমে প্রতিদিন’-এর একটি দৃশ্য
তোমারি প্রেমে প্রতিদিন
চ্যানেল আইতে বিকেল ৩টা ৫ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘তোমারি প্রেমে প্রতিদিন’। রচনা ফারিয়া হোসেন, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী, ডলি জহুর প্রমুখ।
লাস্ট ম্যান স্ট্যান্ডিং
মাইক ব্যাক্সটার বড় কম্পানির কর্তা। অফিসে বস হলেও বাসায় তাঁকে পাত্তা দেয় না কেউ। স্ত্রী আর তিন মেয়েই সংসারের সব সিদ্ধান্ত নেয়। একদিন মাইক ঠিক করেন, সংসার তিনিই দেখভাল করবেন। সিচুয়েশন কমেডি সিরিজটি দেখা যাবে রাত ১১টা ৩০ মিনিটে, স্টার ওয়ার্ল্ড এইচডিতে।
মন্তব্য