kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

ফের অক্ষয়ের সঙ্গে

রংবেরং ডেস্ক   

২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফের অক্ষয়ের সঙ্গে

জ্যাকলিন ফার্নান্দেজ

অক্ষয় কুমারের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজের তিনটি ছবিই হিট। ‘হাউসফুল ২’, ‘ব্রাদার্স’ ও ‘হাউসফুল ৪’-এর পর চতুর্থবারের মতো এক ছবিতে দেখা যাবে দুজনকে। ‘বচ্চন পান্ডে’তে অক্ষয়ের অভিনয় আগেই নিশ্চিত ছিল। এবার ছবিটিতে যোগ দিলেন জ্যাকলিন। ৬ জানুয়ারি থেকে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন শ্রীলঙ্কান অভিনেত্রী। গত এক দশকে বলিউডের অন্যতম সফল অভিনেতা অক্ষয়। তাঁর সঙ্গে ফের অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি জ্যাকলিন, “অক্ষয়ের সঙ্গে অভিনয় শুরু করতে তর সইছে না। আমাদের একসঙ্গে কাজ মানেই একটা ‘খেপাটে জার্নি’; নিশ্চিতভাবেই এবারও দারুণ কিছু হবে।”

‘বচ্চন পান্ডে’র প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা। বলিউডের এই বিখ্যাত প্রযোজকের সঙ্গে এটা জ্যাকলিনের অষ্টম ছবি, যা নিয়েও আনন্দিত তিনি। সাজিদ ও অক্ষয়ের সঙ্গে ফের কাজ করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও চুক্তির শর্ত থাকায় ছবিতে নিজের চরিত্র নিয়ে বলতে নারাজ ৩৫ বছর বয়সী অভিনেত্রী। কমেডি-অ্যাকশন ঘরানার ‘বচ্চন পান্ডে’ একটি দক্ষিণী ছবির রিমেক। ছবিতে অক্ষয়-জ্যাকলিন ছাড়াও আছেন কৃতি শ্যানন ও আরশাদ ওয়ার্সি।

সূত্র : মিডডে

মন্তব্যসাতদিনের সেরা