এ আর রহমান
ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানের জন্য সুখবর। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) তাদের ‘ব্রেকথ্রু ইনিশিয়েটিভ’ উদ্যোগের শুভেচ্ছাদূত নিযুক্ত করেছে অস্কারজয়ী সংগীত পরিচালককে। রহমান কাজ করবেন ভারতের শুভেচ্ছাদূত হিসেবে। ‘ব্রেকথ্রু ইনিশিয়েটিভ’ নেটফ্লিক্সের সহায়তায় বাফটার নতুন প্রতিভা অনুসন্ধান কার্যক্রম। এর আওয়ায় ভারত থেকে চলচ্চিত্র, টিভি, গেমসসহ নানা ক্ষেত্রের পাঁচজন তরুণ প্রতিভা খুঁজে বের করা হবে। এমন একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রহমান, ‘ভারত থেকে এমন সব প্রতিভা বের করতে হবে যারা বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ ধরনের কাজে যুক্ত থাকা সব সময়ই দারুণ। বাফটার মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত অনুভব করছি।’
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য