জর্জ ক্লুনি
করোনার কারণে এ বছর সারা দুনিয়াতেই দীর্ঘ লকডাউন ছিল। বন্ধ ছিল প্রায় সব কিছুই। এ সময় অনেক তারকার নিজে নিজে চুল কাটার ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে হলিউড তারকা জর্জ ক্লুনি জানালেন, তিনি মহামারি শুরুর অনেক আগে থেকেই ‘সাবলম্বী’, ২৫ বছর ধরে নিজেই নিজের চুল কাটেন! ‘আমার চুল কিছুটা স্ট্রর মতো, হালকা, সল্ট অ্যান্ড পেপার টাইপ; কাটা বেশ সহজ। দুই যুগের বেশি সময় ধরে নিজেই কাটি, খুব একটা ভুল করি না’, বলেন অস্কারজয়ী তারকা।
সূত্র : ফিমেল ফার্স্ট
মন্তব্য