kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

নতুন বাপ্পী

১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন বাপ্পী

ঢালিউডের মসলাদার ছবির নায়ক হঠাৎ করেই বদলে গেলেন। নায়ক নয়, পর্দায় নিজেকে অভিনেতা প্রমাণের আপ্রাণ চেষ্টা বাপ্পীর। আশরাফ শিশিরের ‘৫৭০’ ছবির পর এবার শাহরিয়ার নাজিম জয়ের ‘প্রিয় কমলা’য় নতুন রূপে এই অভিনেতা। সাদা চুলের বাপ্পীকে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাপ্পী বলেন, ‘জয় ভাইয়ের ছবিটি গল্প ও চরিত্রপ্রধান। এখন থেকে নিয়মিত ব্যতিক্রমী সব চরিত্রে পাবে দর্শক।’

মন্তব্যসাতদিনের সেরা