‘চান বিরিয়ানি’র একটি দৃশ্য
শতক পেরিয়ে চান বিরিয়ানি
মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘চান বিরিয়ানি’র ১০১তম পর্ব আজ। প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি। রচনায় রিজওয়ান খান, পরিচালনায় কায়সার আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম, প্রভা, আরফান, তানিয়া বৃষ্টি, সাজু খাদেম, রোবেনা জুঁই, আবুল হায়াত, মনিরা মিঠু ও শিল্পী সরকার অপু।
খেলাঘর
স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতা শান্ত। এলাকায় তার ভয়ে তটস্থ সবাই। অন্যদিকে বড়লোকের আদরের মেয় পূর্ণা। হঠাৎই শান্ত ও পূর্ণার বিয়ে হয়। নতুন এই জীবন কিভাবে সামলাবে পূর্ণা? মানাতে পারবে ‘গ্যাংস্টার’ স্বামীর সঙ্গে? আজ থেকে শুরু হওয়া নতুন ধারাবাহিকটি দেখা যাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। প্রধান দুই চরিত্রে আছেন সাইদ আরেফিন ও স্বীকৃতি মজুমদার।
মন্তব্য