kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

কর্পোরেট-এ পরিচয়

রংবেরং প্রতিবেদক   

৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকর্পোরেট-এ পরিচয়

আঁচল ও রোশান

প্রথমবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন আঁচল ও জিয়াউল রোশান। ফরিদুল হাসানের ওয়েব ছবি ‘কর্পোরেট’-এ দেখা যাবে তাঁদের। ছবিটিতে আঁচলের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাসকিন রহমানের। অস্ট্রেলিয়ায় স্নায়ুর চিকিৎসায় আছেন তাসকিন। তাই তাঁর স্থলে ছবিটিতে যুক্ত হলেন রোশান। এটিই হবে রোশানের প্রথম ওয়েব ছবি। আজ থেকে মিরপুরে শুরু হয়েছে শুটিং। গল্প লিখেছেন ফেরারী ফরহাদ। আঁচল বলেন, ‘রোশানের সঙ্গে আগে কখনো দেখা হয়নি, এমনকি ফোনেও কথা হয়নি। এই ওয়েব ছবির মাধ্যমে কাল [আজ] আমাদের প্রথম দেখা ও পরিচয় হবে। আশা করছি, আমাদের জুটিটা সবার ভালো লাগবে।’ রোশান বলেন, ‘এটাই আমার প্রথম ওয়েব ছবি। আঁচলের অভিনয় দেখেছি, তিনি জনপ্রিয়ও বটে। ভালো একটি কাজ হতে যাচ্ছে বলে মনে হয়েছে।’ ফেরারী ফরহাদের সঙ্গে যৌথভাবে ‘কর্পোরেট’-এর গান লিখেছেন আরেক নির্মাতা এস এ হক অলিক। সংগীত করেছেন জাভেদ আহমেদ কিসলু। কণ্ঠ দিয়েছেন কিশোর, পূজা ও দোলা। প্রযোজনায় আরটিভি।

মন্তব্যসাতদিনের সেরা