‘মাশরাফি জুনিয়র’-এর একটি দৃশ্য
ধারাবাহিক মাশরাফি জুনিয়র
মণ্ডা ক্রিকেট খেলে। হতে চায় মাশরাফির মতো। মণ্ডার গল্প নিয়ে গতকাল থেকে দীপ্ত টিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। প্রচারিত হয় প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে। গল্প আহমেদ খান হীরক, রচনা আসফিদুল হক। পরিচালনা সাজ্জাদ সুমন। অভিনয়ে ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুৎফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, সাফানা নমনি, আনিন্দ, হামিমসহ অনেকে।
ইন্ডিয়ান আইডল
শুরু হয়েছে সংগীত প্রতিভা অন্বেষণের জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১২তম সিজন। এবার বিচারক হিসেবে আছেন বিশাল দাদলানি, নেহা কাক্কর ও হিমেশ রেশামিয়া। দেখা যাবে রাত ৮টা ৩০ মিনিটে।
মন্তব্য