kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

জানুয়ারিতে ফের ঢাকায়

রংবেরং প্রতিবেদক   

২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজানুয়ারিতে ফের ঢাকায়

দীপক অধিকারী দেব

প্রথমবার শুটিং করতে ঢাকায় এসেছিলেন ২০১৪ সালে, অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘বুনোহাঁস’ ছবির। সেটি ছিল কলকাতার প্রডাকশন ও পরিচালকের ছবি। এবার দেব ঢাকায় আসছেন বাংলাদেশের পরিচালক ও প্রডাকশনের ছবির শুটিং করতে। শামীম আহমেদ রনির পরিচালনায় ও শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘কমান্ডো’ ছবির ঢাকার অংশের শুটিং হবে জানুয়ারিতে। ২৭ নভেম্বর ছবিটির কলকাতার অংশের শুটিং শেষ করেছেন দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কমান্ডো’র একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘কলকাতার অংশের কাজ শেষ। শিগগির দেখা হবে বাংলাদেশ।’ কিন্তু কবে আসবেন তা জানালেন পরিচালক রনি। তিনি বলেন, ‘এ বছরের ১১ মার্চ ঢাকায় দাদার শুটিং করার কথা ছিল। করোনার কারণে হয়নি। এ মাসে কলকাতায় এক লটের শুটিং করে নিলাম। সব ঠিক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ঢাকায় ছবিটির শুটিং করবেন দেব।’

‘কমান্ডো’ ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে জাহারা মিতুকে।

মন্তব্যসাতদিনের সেরা