ছোটলু ভাই, মেনে নিতে কষ্ট হচ্ছে। ভালো থাকুন। আপনার শেখানো অভিনয়, মানবিক গুণাবলি আজও চেষ্টা করে যাচ্ছি জীবনে কাজে লাগানোর। সৌভাগ্য, আমাদের শুরুতেই আপনাকে পেয়েছিলাম।
টনি ডায়েস অভিনয়শিল্পী
অভিনয়, লেখালেখি, ছবি তোলা—সব কিছু নিয়েই তিনি আমাদের সংস্কৃতিজগতের মহীরুহ। আমার এই নাতিদীর্ঘ জীবনেও তাঁর কাছে আছে এক বড় ঋণ...যাকের ভাই, আমি জানি, আপনি এ রকম আরো বহু মানুষের জীবন অর্থবহ করে তুলেছিলেন! আপনার চিরশান্তির জন্য দোয়া করি।
মোস্তফা সরয়ার ফারুকী নির্মাতা
আলী যাকের চলে গেলেন, কিন্তু বাংলাদেশের মঞ্চকে রেখে গেলেন আরো অনেক উঁচু করে—অভিনয়ে, সংগঠনে, প্রবর্তনে। দীর্ঘাঙ্গ ছিলেন। শুধু শারীরিক অর্থে নয়, শিল্পের উচ্চতায়ও।
জয়া আহসান অভিনয়শিল্পী
আলী যাকের এমন একটি নাম, যিনি সাংস্কৃতিক অঙ্গনকে ঋদ্ধ করেছেন। স্বশরীরে তিনি না থাকলেও সংস্কৃতির সব অঙ্গনে তাঁর অবদান মুছে যাওয়ার নয়। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
শাকিব খান অভিনয়শিল্পী
আলী যাকের একজন সত্যিকারের কিংবদন্তি। আমার দেখা মহৎ হৃদয়ের মানুষদের অন্যতম তিনি। তিনি ছিলেন আমাদের বাতিঘর।
নুসরাত ইমরোজ তিশা অভিনয়শিল্পী
বিদায় আমার গ্যালিলিও।
অপি করিম অভিনয়শিল্পী
মন্তব্য