kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

এবার ইন্দোনেশিয়ায় মায়ার জঞ্জাল

রংবেরং প্রতিবেদক   

২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার ইন্দোনেশিয়ায় মায়ার জঞ্জাল

‘মায়ার জঞ্জাল’-এর দৃশ্য

গতকাল ইন্দোনেশিয়ার জাকার্তায় বসেছে ‘জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভাল’-এর ১৫তম আসর। উৎসবে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। ছবিটির ইংরেজি নাম ‘ডেব্রিস অব ডিজায়ার’। ‘এশিয়ান পার্সপেক্টিভস’ বিভাগে দেখানো হবে এটি। পাঁচ দিনব্যাপী এই উৎসবে ‘মায়ার জঞ্জাল’সহ ২৯ দেশের ৫৭টি পূর্ণদৈর্ঘ্য ও ৭১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। ‘মায়ার জঞ্জাল’ পরিচালনা করেছেন ‘ফড়িং’ খ্যাত ইন্দ্রনীল রায়চৌধুরী। প্রযোজনায় বাংলাদেশের জসীম আহমেদ এবং কলকাতার ফ্লিপবুক। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটির চিত্রনাট্য। প্রধান চরিত্রে বাংলাদেশের অপি করিম এবং ভারতের ঋত্বিক চক্রবর্তী। এই ছবির মাধ্যমে ‘ব্যাচেলর’-এর ১৫ বছর পর চলচ্চিত্রে অভিনয় করলেন অপি করিম। শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়। এর আগে মস্কো ও সাংহাই উৎসবের অফিশিয়াল সিলেকশনেও ছিল ছবিটি। প্রযোজক জসীম আহমেদ বলেন, ‘এশিয়ান পার্সপেক্টিভস হলো উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগ। তবে করোনার কারণে এ বছর সব বিভাগই প্রতিযোগিতার বাইরে। সাংহাই উৎসবে আমাদের ছবিটি দেখে জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভাল কর্তৃপক্ষ আগ্রহ দেখিয়েছে। এ জন্য আমরা আনন্দিত।’

মন্তব্যসাতদিনের সেরা