গতকাল সকালে রামপুরার বাসায় হৃদরোগে আক্রান্ত হন ঢাকাই ছবির ‘রূপবান’ অভিনেত্রী সুজাতা। এরপর দ্রুত তাঁকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে তাঁকে রাখা হয়েছে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা শিগগিরই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেবেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এসব তথ্য জানান। গতকাল দুপুরে জায়েদ বলেন, ‘উনার অবস্থা গুরুতর। আজ উনার হৃদযন্ত্রে রিং পরানো হতে পারে। শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক হাসপাতালে তাঁর পাশে থাকব।’
ষাটের দশকে মঞ্চনাটক করতেন তন্দ্রা মজুমদার। ওবায়দুল হকের ‘দুই দিগন্ত’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক। নাম বদলে তন্দ্রা মজুমদার থেকে হন সুজাতা। অভিনেতা আজিমকে বিয়ে করার পর হন সুজাতা আজিম। সালাহ্উদ্দিনের ‘রূপবান’ [১৯৬৫] চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। ‘এখানে আকাশ নীল’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’, ‘ছুটির ঘণ্টা’ তাঁর অভিনীত জনপ্রিয় ও প্রশংসিত চলচ্চিত্র।
মন্তব্য