গতকাল সকালে রামপুরার বাসায় হৃদরোগে আক্রান্ত হন ঢাকাই ছবির ‘রূপবান’ অভিনেত্রী সুজাতা। এরপর দ্রুত তাঁকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে তাঁকে রাখা হয়েছে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা শিগগিরই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেবেন।
অসুস্থ হয়ে হাসপাতালে
রংবেরং প্রতিবেদক

ষাটের দশকে মঞ্চনাটক করতেন তন্দ্রা মজুমদার। ওবায়দুল হকের ‘দুই দিগন্ত’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক। নাম বদলে তন্দ্রা মজুমদার থেকে হন সুজাতা। অভিনেতা আজিমকে বিয়ে করার পর হন সুজাতা আজিম।
সম্পর্কিত খবর

আরো খবর

■ গত বছর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে চলে গেছেন জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান এলেন ডিজেনেরিস। এই ঘরছাড়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরদিনই দেশ ছাড়েন অভিনেত্রী। যুক্তরাজ্যের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।

অন্তর্জাল
বীর দাস—ফুল ভলিউম

শুক্রবার নেটফ্লিক্সে এসেছে জনপ্রিয় কমেডিয়ান বীর দাসের নতুন স্ট্যান্ডআপ কমেডি শো। বরাবরের মতোই হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিক্রিয়া অনুসারে, এমি পুরস্কারজয়ী এ কমেডিয়ান এবারও তাঁর বৈশিষ্ট্য বজায় রেখে বাজিমাত করেছেন।

চলচ্চিত্র
এই ঘর এই সংসার

অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।

টিভি হাইলাইটস
বড় ভাই

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় বাংলায় প্রচারিত হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ‘কারদেসলারিম’। বাংলা সংস্করণের নাম ‘বড় ভাই’। চার ভাইবোন—কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে ধারাবাহিকটি।
।