বিগত পাঁচ বছরে ঢালিউডের আলোচিত দুই ছবি ‘ঢাকা অ্যাটাক’ ও ‘আয়নাবাজি’। ‘ঢাকা অ্যাটাক’-এর নায়ক আরিফিন শুভ এবং ‘আয়নাবাজি’র নায়িকা মাসুমা রহমান নাবিলাকে এবার একসঙ্গে দেখা যাবে বিজ্ঞাপনচিত্রে। সাকিব ফাহাদের পরিচালনায় মেরিল পেট্রোলিয়াম জেলির বিজ্ঞাপনচিত্রটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আরিফিন শুভ জানান, নাবিলার সঙ্গে এটি তাঁর দ্বিতীয় কাজ। তবে নতুন বিজ্ঞাপনচিত্রটিতে তাঁদের রসায়ন নাকি বেশ জমেছে। প্রযোজক-পরিচালকরা চাইলে ভবিষ্যতে চলচ্চিত্রেও এই জুটিকে দেখা যাবে।
মন্তব্য