‘ফ্যামিলি ক্রাইসিস’-এর একটি দৃশ্য
ফ্যামিলি ক্রাইসিস
এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে এটি। রচনা মারুফ রেহমান, পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, শর্মিলী আহমেদ, মুনিরা ইউসুফ মেমী, রোজী সিদ্দিকী, মনিরা আক্তার মিঠু, শবনম ফারিয়া, রুনা খান, সোহেল খান, শামীম হাসান সরকার, সারিকা সাবা প্রমুখ।
হেলপিং রেপ সারভাইভরস
দুর্ভাগ্যজনকভাবে কঙ্গোকে ‘পৃথিবীর ধর্ষণের রাজধানী’ বলা হয়। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও শান্তিতে নোবেলজয়ী দ্যনিস মুকওয়েগে কয়েক বছর ধরেই কাজ করছেন ধর্ষণের শিকার নারীদের নিয়ে। তাঁর কার্যক্রম নিয়ে এই তথ্যচিত্র দেখা যাবে রাত ১১টা ১৫ মিনিটে, ডয়চে ভেলেতে।
মন্তব্য