দেশে একের পর এক হল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হলো গাবতলীর এশিয়া হল। এই হল এখন থেকে ফু-ওয়াং ক্লাব হিসেবে পরিচিতি পাবে। এরই মধ্যে এশিয়া হলে কাজ শুরু করেছে ক্লাবটি। প্রদর্শক সমিতির সাবেক সভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, ‘এটা দুঃখজনক। করোনার মধ্যেই হলটি বন্ধ হয়ে যায়। তবে হঠাৎ করে কোনো ক্লাবকে ভাড়া দেওয়া হবে বুঝতে পারিনি। গাবতলী জনবহুল এলাকা। হলটিতে দর্শকও হতো অনেক। আমরা ভালো একটা হল হারালাম।’
উল্লেখ্য, এশিয়া হলের মালিক অভিনেতা ডিপজল। তিনি নিজেও অর্ধশতাধিক ছবি প্রযোজনা করেছেন। এ ব্যাপারে তাঁর কাছে জানার জন্য ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
মন্তব্য