জেনিফার লোপেজ
মঞ্চে যে কয়েকজন গায়িকার পারফরম্যান্স সব সময় ভক্তদের প্রশংসা পায়, জেনিফার লোপেজ তাঁদের একজন। গেল সুপার বৌলে তাঁর আর শাকিরার পারফরম্যান্সকে অনেকে সর্বকালের সেরা বলেও আখ্যা দিয়েছেন। সেই জেনিফার লোপেজের বিরুদ্ধে এবার বিয়ন্সের পারফরম্যান্স নকল করার অভিযোগ উঠেছে। ২২ নভেম্বর রাতে লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে বসেছিল আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস। সেখানেই পারফরম করেন লোপেজ। কালো পোশাকে মালুমার সঙ্গে তাঁর আবেদনময় ডুয়েট পারফরম্যান্স দ্রুতই ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই এ পারফরম্যান্সকে গ্র্যামিতে করা বিয়ন্সের পারফরম্যান্সের ‘কপি’ বলে অভিযোগ তোলেন। প্রমাণ হিসেবে বিয়ন্সের ভক্তরা দুজনের পারফরম্যান্সের ছবিও পাশাপাশি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধমে। লোপেজের পারফরম্যান্স নিয়ে এত সমালোচনা হলেও আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সিএনএনের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে লোপেজ ও বিয়ন্সের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তাঁরা কোনো বক্তব্য দেননি।
সূত্র : ফক্স নিউজ
মন্তব্য