বাবা মোহাম্মদ নুরুল হক ভুইয়ার সঙ্গে ছেলে রোশান
অভিনেতা জিয়াউল হক রোশানের বাবা মোহাম্মদ নুরুল হক ভুইয়া ৯ বছর মেয়র ছিলেন আখাউড়া উপজেলার। এর আগে তিনবার ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আগামী জানুয়ারিতে হতে যাওয়া আখাউড়া উপজেলার মেয়র পদে ফের নির্বাচন করতে যাচ্ছেন নুরুল হক। তাই বাবার প্রচারণায় এখনই নেমে পড়েছেন রোশান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাকে নিয়ে একের পর এক পোস্ট দিচ্ছেন। আখাউড়ায় গিয়ে জনসংযোগও করছেন।
রোশান বলেন, ‘আমার বাবার জনপ্রিয়তা বারবার নির্বাচিত হওয়া থেকেই বোঝা যায়। তিনি সাধারণ মানুষের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারেন। রাত নেই দিন নেই, বাবা সবার সমস্যায় এগিয়ে যান। ফলে এবারও তিনি নির্বাচিত হবেন বলে বিশ্বাস।’
মন্তব্য