kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

ফের ঘরবন্দি

রংবেরং প্রতিবেদক   

২২ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফের ঘরবন্দি

করোনার প্রথম ধাপে কোনো শুটিং করেননি পূর্ণিমা। প্রায় আট মাস ঘরবন্দি থাকার পর ১৯ অক্টোবর এফডিসিতে ‘গাঙচিল’ ছবির শুটিংয়ে অংশ নেন। কিন্তু প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়েন ‘মনের মাঝে তুমি’ তারকা। পরে সুস্থ হয়ে আবার শুটিং করেন ছবিটির। নভেম্বর ও ডিসেম্বরে বেশ কিছু ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে কাজ করার কথা ছিল পূর্ণিমার। কিন্তু করোনা বেড়ে যাওয়ায় ফের ঘরবন্দি হয়েছেন তিনি। কোনো রকম ঝুঁকি নিতে চান না বলে জানিয়েছেন। বলেন, ‘শুটিং স্পটে অনেক মানুষের সমাগম ঘটে। বিশেষ করে দেশের বেশির ভাগ মানুষ এখনো করোনার ভয়াবহতা বুঝতে পারেনি। তারা মাস্ক পরতেই রাজি নয়, যার কারণে সরকার বাধ্য হয়ে জরিমানা করা শুরু করেছে। এই অবস্থায় বাইরে বের হওয়া বা শুটিং করা উচিত হবে না ভেবেই এই সিদ্ধান্ত।’

মন্তব্যসাতদিনের সেরা