kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

সাবার নতুন ছবি

রংবেরং প্রতিবেদক   

২২ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাবার নতুন ছবি

ছবি : সাজ্জাদ খান

‘জয়িতা’ নামে নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সোহানা সাবা। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন তিনি। এর আগে একাধিক নাটক প্রযোজনা করেছিলেন, সর্বশেষ করলেন ‘টুইন রিটার্নস’ নামের একটি ওয়েব সিরিজ। এবার নেমেছেন ছবি প্রযোজনায় তাঁর প্রতিষ্ঠান ‘খামারবাড়ি’ থেকে। ‘জয়িতা’ পরিচালনা করবেন পূজন মজুমদার। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটছে পরিচালক শামীম আহমেদ রনীর এই সহকারীর।

সাবা বলেন, ‘সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু করতে চাই। ছবির মূল গল্প পরিচালক শামীম আহমেদ রনীর। গল্পটি শোনার পরই পছন্দ হয়েছিল। সিদ্ধান্ত নিলাম নিজেই প্রযোজনা করি। গল্প ও চরিত্র সম্পর্কে এখনই জানাতে চাইছি না।’

সাবার প্রযোজনায় পরিচালনার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত পূূজন। বলেন, ‘সাবা আপু আমার পছন্দের অভিনেত্রী। তাঁর প্রযোজিত ও অভিনীত ছবি দিয়ে পরিচালনায় আমার ক্যারিয়ার শুরু হতে যাচ্ছে, তাঁর প্রতি কৃতজ্ঞতা।’

মন্তব্যসাতদিনের সেরা