kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

মুখ খুললেই গণ্ডগোল

রংবেরং ডেস্ক   

১ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



মুখ খুললেই গণ্ডগোল

সারা আলী খান

ঠোঁটকাটা হিসেবে ভালো সুনাম আছে সারা আলী খানের। স্বভাবটা এবার বিসর্জন দিতে চলেছেন ‘লাভ আজকাল ২’ অভিনেত্রী। সময়টা বড্ড খারাপ যাচ্ছে সাইফকন্যার। বলিউডের মাদক কেলেঙ্কারিতে জড়িয়েছিল তাঁর নাম। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর অফিসারদের অবশ্য ভালোই সামলেছেন সারা। ফিরেছেন অভিনয়েও। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বললেন তাঁর ‘ঠোঁটকাটা’ স্বভাব বিসর্জনের কথা, ‘আমি চুপচাপ থাকতে পারি না, এটা আমার স্বভাবে নেই। ভেবে দেখলাম, আমি মুখ খুললে প্রতিদিনই গণ্ডগোল বাধবে। তাই এখন থেকে চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছি। কী দরকার অহেতুক বিতর্ক সৃষ্টি করে নিজের কাজের ক্ষতি করার। বরং লোকে আমার অভিনয়েই মনোযোগ দিক।’

 

সূত্র : বলিউড হাঙ্গামা

মন্তব্য



সাতদিনের সেরা