kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

চুপিসারে বিয়ে সারলেন

রংবেরং ডেস্ক   

১ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচুপিসারে বিয়ে সারলেন

স্কারলেট জোহানসন ও কলিন জোস্ট

চুপিসারে বিয়ে সারলেন ‘ব্ল্যাক উইন্ডো’ তারকা স্কারলেট জোহানসন। তাঁর বর ৩৮ বছর বয়সী মার্কিন কৌতুকশিল্পী কলিন জোস্ট। ঘরোয়া পরিবেশে দুই পরিবারের প্রিয়জনদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে হয় তাঁদের বিয়ে। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের খবরটি দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘মিলস অন হুইলস’। বয়স্কদের দাতব্য সংস্থাটি জানায়, পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে স্কারলেট জোহানসন এবং কলিন জোস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। করোনা আবহে সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপরই জোহানসনের মুখপাত্র সংবাদমাধ্যমকে তাঁর বিয়ের খবর নিশ্চিত করেন। নিউ ইয়র্কের পালিশেডস গ্রামে হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।

২০১৭ সালে ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেন দুই তারকা। তখনই তাঁদের সম্পর্ক প্রেমে গড়ায়। গত বছর মে মাসে হয় বাগদান। জোস্টের এটি প্রথম বিয়ে হলেও ৩৫ বছর বয়সী স্কারলেট জোহানসনের এটি তৃতীয় বিয়ে। এর আগে অভিনেতা রায়ান রেনল্ডস ও ফ্রেঞ্চ ব্যবসায়ী রোমান ডোরিয়াককে বিয়ে করেছিলেন। দ্বিতীয় ঘরে তাঁর একটি মেয়েও রয়েছে।                    

 

সূত্র : টিএমজি

মন্তব্যসাতদিনের সেরা