kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

২৮ বছর পর চাকর-এর সিক্যুয়াল

রংবেরং প্রতিবেদক   

১ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২৮ বছর পর চাকর-এর সিক্যুয়াল

জয় চৌধুরী ও আঁচল

১৯৯২ সালে ‘চাকর’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে শক্ত অবস্থান গড়েন মনতাজুর রহমান আকবর। ইলিয়াস কাঞ্চন, দিতি ও এ টি এম শামসুজ্জামান অভিনীত ৬০ লাখ টাকার ছবি সেই সময় দুই কোটি টাকা ব্যবসা করে। এরপর একে একে ‘প্রেম দিওয়ানা’, ‘ডিসকো ড্যান্সার’, ‘শান্ত কেন মাস্তান’, ‘কুলি’, ‘খলনায়ক’, ‘কাজের মানুষ’সহ অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন আকবর। অর্ধশতাধিক ছবির পরিচালক আকবর এবার ২৮ বছর পর ‘চাকর’ ছবির সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন। মোহনা টিভি প্রযোজিত ছবিটিতে অভিনয় করতে যাচ্ছেন জয় চৌধুরী ও আঁচল। ৪ নভেম্বর থেকে সাভারে শুটিং শুরু হবে বলে জানান ছবিটির গল্পকার আব্দুল্লাহ জহির বাবু। তিনি বলেন, ‘আগের সময়ের সঙ্গে এখনকার সময়ের অনেক পার্থক্য। তাই গল্পটাও সময়কে মাথায় রেখে তৈরি করতে হয়েছে। জয় ও আঁচলকে চরিত্রের প্রয়োজনেই চূড়ান্ত করা হয়েছে। কারণ কাঞ্চন ভাই ও দিতি ম্যাডামের কিছুটা আদল আছে ওদের চেহারায়। আশা করছি ছবিটি সবার ভালো লাগবে।’

মন্তব্যসাতদিনের সেরা