kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

ফের শীর্ষে শিরান

রংবেরং ডেস্ক   

৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফের শীর্ষে শিরান

এড শিরান

কয়েক বছর ধরেই ব্রিটেনের অন্যতম শীর্ষ ধনী সংগীত তারকা এড শিরান। গেল বছর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের অনূর্ধ্ব ৩০ বছর বয়সী তারকাদের মধ্যে সবচেয়ে সম্পদশালী ছিলেন শিরান। এবারও হিট ম্যাগাজিনের করা এই তালিকার শীর্ষে ২৯ বছর বয়সী গায়ক। ২৭ কোটি ৩০ লাখ ডলার (প্রায় দুই হাজার ৩২০ কোটি টাকা) সমমূল্যের সম্পদ নিয়ে ম্যাগাজিনটির করা তালিকায় প্রথম স্থানে আছেন শিরান। গেল এক বছরে তাঁর সম্পদ বেড়েছে পাঁচ কোটি ২০ লাখ ডলার (প্রায় ৪৪৩ কোটি টাকা)। নতুন কোনো অ্যালবামও মুক্তি পায়নি। এই আয় হয়েছে আগের রেকর্ড ও বিভিন্ন স্পন্সর থেকে। দ্বিতীয় স্থানে আছেন জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর সদস্য হ্যারি স্টাইল। তাঁর সম্পদের পরিমাণ ৯ কোটি ৬০ লাখ ডলার (প্রায় ৮১৬ কোটি টাকা)। তৃতীয় স্থানে আছেন ‘হ্যারি পটার’ অভিনেত্রী এমা ওয়াটসন। তালিকার চার ও পাঁচে আছেন যথাক্রমে নাইল হরান ও লিটল মিক্স।

সূত্র : ইয়াহু

মন্তব্যসাতদিনের সেরা