kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

সেলেন ডিওনের সঙ্গে

রংবেরং ডেস্ক   

২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেলেন ডিওনের সঙ্গে

প্রিয়াঙ্কা চোপড়া

হলিউডে শুরুর পর থেকেই প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে যোগ হচ্ছে নতুন নতুন পালক। নতুন করে আরো একটি হলিউড ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ভারতীয় অভিনেত্রী। ‘টেক্সট ফর ইউ’ নামের ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় গায়িকা সেলেন ডিওন। এ ছাড়া আছেন স্কটিশ অভিনেতা স্যাম হুগান, যিনি নেটফ্লিক্স সিরিজ ‘আউটল্যান্ডার’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। বড় দুই তারকার সঙ্গে কাজের সুযোগ পেয়ে দারুণ আনন্দিত প্রিয়াঙ্কা। ‘অসাধারণ একটি ছবিতে দারুণ সব মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ রোমাঞ্চিত। সেলেন ডিওন, স্যাম হুগান, জিম স্ট্রাউস, এটা আমার জন্য সম্মানের,’ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন তিনি। সেই পোস্টের নিচে ‘ফায়ার’ ইমোজি দেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস।

‘টেক্সট ফর ইউ’ তৈরি হবে জার্মান উপন্যাস ‘এসএমএস ফর ডিক’ অবলম্বনে। ছবিতে স্যাম হুগানের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তাঁর চরিত্রটি সদ্যই স্বামীকে হারানো এক নারীর, যে কিছুতেই প্রিয়জনের মৃত্যু মানতে পারে না; মৃত স্বামীর নম্বরে এসএমএস পাঠানো শুরু করে।

প্রিয়াঙ্কা এখন আছেন জার্মানির বার্লিনে, সেখানে ‘ম্যাট্রিক্স ৪’-এর শুটিং করছেন তিনি।

 

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্যসাতদিনের সেরা