kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

আজ দেশে ফিরবেন মিয়া ভাই

রংবেরং প্রতিবেদক   

২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআজ দেশে ফিরবেন মিয়া ভাই

চিকিৎসা শেষে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন নায়ক ফারুক। ঢালিউডের ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক গুরুতর অসুস্থ ছিলেন কয়েক মাস ধরে। ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

গতকাল মুঠোফোনে ‘সারেং বউ’ অভিনেতা বলেন, ‘দেশে ফেরার জন্য মন ব্যাকুল হয়ে আছে। সবার দোয়ায় আমি এখন সুস্থ। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা দেশে ফেরার অনুমতি দিয়েছেন। কাল [আজ] দেশে ফিরব আশা করি।’ ১৮ আগস্ট জ্বর নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন ফারুক। নানা পরীক্ষা-নিরীক্ষা করেও তাঁর শারীরিক সমস্যা ধরা পড়ছিল না। চিকিৎসকদের পরামর্শেই তিনি সস্ত্রীক সিঙ্গাপুরে যান। সেখানে তাঁর রক্তে টিবি ধরা পড়েছে। সে অনুযায়ী চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ আছেন এই অভিনেতা।

মন্তব্যসাতদিনের সেরা