kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

আবার একসঙ্গে

রংবেরং প্রতিবেদক   

২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইফতেখার চৌধুরীর ‘খোঁজ দ্য সার্চ’ ছবি দিয়ে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক অভিনেতা, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিলের। এরপর দুজন আলাদাভাবে অনেক ছবি করেছেন। পরিচালক হিসেবে ইফতেখার ‘অগ্নি’, ‘রাজত্ব’, ‘দেহরক্ষী’সহ অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। অন্যদিকে অনন্ত ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্টওয়েলকাম ২’সহ আরো কয়েকটি সফল ছবিতে অভিনয় করেছেন। দীর্ঘ ১০ বছর পর আবার ইফতেখার ও অনন্ত তিনটি ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ‘মোস্ট ওয়েলকাম ৩’, ‘খোঁজ দ্য সার্চ ২’ ও ‘নেত্রী’ নামের ছবিগুলোতে ইফতেখারের পরিচালনায় অভিনয় করবেন অনন্ত। ইফতেখার বলেন, ‘আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মাঝখানে দুজনই ব্যস্ত সময় পার করেছি। একসঙ্গে কাজ করার ইচ্ছা থাকলেও সময় ও সুযোগ করে উঠতে পারিনি। অবশেষে এবার ব্যাটে-বলে মিলে গেল। আশা করছি প্রথম ছবির মতো এই তিনটি ছবিও দর্শক পছন্দ করবেন।’

মন্তব্যসাতদিনের সেরা