kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

বাংলাদেশের নাটকে ঋষি

রংবেরং প্রতিবেদক   

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের নাটকে ঋষি

ওপার বাংলার টিভি সিরিয়াল ‘ইস্টি কুটুম’ বা ‘এখানে আকাশ নীল’-এর কল্যাণে বাংলাদেশে তুমুল জনপ্রিয় ঋষি কৌশিক। ভারতের এই অভিনেতা এবার অভিনয় করছেন বাংলাদেশের নাটক ‘চিলেকোঠার ভালোবাসা’য়। আফরিন জামান লীনার রচনা ও রাকেশ বসুর পরিচালনায় নাটকটির শুটিং চলছে শ্রীমঙ্গলে। নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন সাফা কবির। মুঠোফোনে ঋষি কৌশিক জানালেন, ‘বাংলাদেশে আগেও এসেছি। তবে অভিনয়ের জন্য প্রথমবার এলাম। পরিচালক রাকেশ বসুর সঙ্গে বেশ কিছু দিন ধরেই যোগাযোগ চলছিল নাটকটিতে অভিনয়ের ব্যাপারে। গল্পে আমার চরিত্রটি ভীষণ সুন্দর। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা শ্রীমঙ্গলে শুটিং করতেও বেশ ভালো লাগছে।’

গল্পে দেখা যাবে, অফিশিয়াল কাজে বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন ঋষি। কিন্তু হোটেলে না উঠে একটি বাড়ির চিলেকোঠায় থাকেন। সেই বাড়িতেই থাকেন সাফা কবির। দুজনের মধ্যে তৈরি হয় ভালোবাসার সম্পর্ক। যদিও পরিণতি হয় অন্য রকম।

মন্তব্যসাতদিনের সেরা