kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

আরো খবর

২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

সৌমিত্র চট্টোপাধ্যায়

►          চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থা চিন্তায় ফেলেছে চিকিৎসকদের।

►          আদালতের নির্দেশ অমান্য করে পূজামণ্ডপের ‘নো এন্ট্রি’ জোনে গিয়ে আইনি নোটিশ পেতে পারেন সৃজিত-মিথিলা ও নুসরত-নিখিল দম্পতি।

►          আলিয়া ভাটের ইনস্টাগ্রামে পাঁচ কোটি অনুসারী পূর্ণ হয়েছে।

►          ‘গুড নিউজ’ পরিচালক রাজ মেহতার পরের ছবি ‘যুগ যুগ জিয়ো’তে অভিনয় করবেন বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি, অনিল কাপুর ও নীতু সিং।

►          অ্যাপল টিভি প্লাসের সায়েন্স ফিকশন-ড্রামা ‘ব্রাইড’-এ অভিনয় করবেন স্কারলেট জোহানসন।

►          হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর ভালো আছেন আর্নল্ড শোয়ার্জনেগার।

►         এইচবিও ‘সিন ফ্রম আ ম্যারেজ’-এ মিশেল উইলিয়ামের পরিবর্তে দেখা যাবে জেসিকা চ্যাস্টেইনকে।

 

মন্তব্যসাতদিনের সেরা