kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

১০০ কোটির বাড়ি

রংবেরং ডেস্ক   

২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১০০ কোটির বাড়ি

মুম্বাইতে নতুন দুটি ফ্ল্যাট কিনেছেন হৃতিক রোশান। সমুদ্রঘেঁষা ফ্ল্যাটগুলো কিনতে খরচ পড়েছে ৯৭ কোটি ৫০ লাখ রুপি [প্রায় ১১২ কোটি টাকা]! দুটিই জুহু-ভারসোভা লিংক রোডে। একটি ফ্ল্যাট ১৪, ১৫ ও ১৬ তলার পুরোটা মিলিয়ে, ৩৮ হাজার বর্গফুটের। এই ফ্ল্যাটটি কিনতে খরচ পড়েছে ৬৭ কোটি ৫০ লাখ রুপি। ১১ হাজার বর্গফুটের আরেকটি ফ্ল্যাটের দাম ৩০ কোটি রুপি। জুনে নতুন ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন অভিনেতা। লকডাউনের সময় ইনস্টাগ্রামে নিয়মিত বাসা থেকে তোলা আরব সাগরের ছবি দিয়েছেন। কয়েকটিতে তাঁর সন্তানদেরও বারান্দায় বসে খেলতে দেখা গেছে। অভিনেতার নতুন বাসার ইন্টেরিয়র ডিজাইন করেছেন আশীষ শাহ।

গেল বছর বলিউডের অন্যতম ব্যবসাসফল দুই ছবি ‘সুপার ৩০’ ও ‘ওয়ার’-এ অভিনয় করেন হৃতিক।

সূত্র : মুম্বাই মিরর

মন্তব্যসাতদিনের সেরা