kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

টিভি হাইলাইটস

২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

স্মৃতির আলপনা আঁকি

স্মৃতির আলপনা আঁকি

এটিএন বাংলায় চলছে নতুন ধারাবাহিক নাটক ‘স্মৃতির আলপনা আঁকি’। রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন মাসুদুল হাসান শাওন, পরিচালনায় মুরাদ পারভেজ। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি, শিপন মিত্র, সুস্মি আহসান, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি, ওয়াহিদা মল্লিক জলি, পাভেল ইসলাম প্রমুখ।

 

টকিং মুভিজ

আজকের ‘টকিং মুভিজ’-এ থাকবে ভেনিস, টরন্টোসহ শেষ হওয়া কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া ছবিগুলো নিয়ে আলোচনা। এ ছাড়া ২০২১ সালে অস্কার দৌড়ে কারা এগিয়ে থাকতে পারেন সেটা নিয়েও ভবিষ্যদ্বাণী থাকবে। অনুষ্ঠানটি দেখা যাবে রাত ১১টা ৩০ মিনিটে, বিবিসি ওয়ার্ল্ডে।

মন্তব্যসাতদিনের সেরা