kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

আরো খবর

২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

পূজামণ্ডপে সৃজিত-মিথিলা ও নিখিল-নুসরাত

►          সপ্তাহখানেক আগে দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ ছবিতে দীঘির সঙ্গে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন বাপ্পী চৌধুরী। শুটিং ডেট মেলাতে না পারায় ছবিটি ছেড়ে দিয়েছেন বাপ্পী। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন নায়ক সাইমন।

►          ‘মুক্তি’ ছবির জন্য মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে গুরুতর আহত হয়েছেন রাজ রিপা। গলার নিচের হাড়ে চিড় ধরায় ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাঁকে। এ কারণে ছবির শুটিংও পেছানো হয়েছে। ইফতেখার চৌধুরীর এই ছবি দিয়েই চলচ্চিত্রে অভিষেক হবে রিপার।

►          গতকাল দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের বিখ্যাত পূজামণ্ডপে পূজা দেখতে গেছেন সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশিদ মিথিলা দম্পতি। তাঁদের সঙ্গে ছিলেন টালিগঞ্জের আরেক দম্পতি—অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান এবং তাঁর স্বামী নিখিল জৈন। একসঙ্গে দুই দম্পতি মহা-অষ্টমীর আরতিতে অংশ নেন।

►          রাজনীতির ভোটের ময়দানে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ব্যবহার করছেন বিজেপি নেতা ও অভিনেতা মনোজ তিওয়ারি। এক নির্বাচনী প্রচারণায় সুশান্তের মৃত্যুর জন্য সরাসরি কংগ্রেসকে দায়ী করলেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা